শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আলেমরা সংসদে গেলে সন্ত্রাস মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখবেন

—খেলাফত মজলিস

ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আল্লামা খুরশিদ আলম কাসেমী বলেছেন, এলাকার উন্নয়নে রাষ্ট্র বরাদ্দ দিলেও দুর্নীতিবাজরা সে বরাদ্দ পরিপূর্ণ উন্নয়ন কাজে ব্যয় না করে লুটেপুটে খায়। এলাকার উন্নয়ন, সন্ত্রাস, দুর্নীত, মাদক বন্ধ ও ইসলাম এবং দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে আলেমদের সংসদে পাঠাতে হবে। 

গতকাল বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ ত্রিশাল উপজেলার উদ্যোগে বালিপাড়া স্টেশন বিদ্যালয় মাঠে উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দলের ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিনকে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। উপজেলা সভাপতি মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর হুসাইনের পরিচালনায় সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বক্তৃতা করেন কেন্দ ীয় নেতা মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আজিজুর রহমান হেলাল, বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ সাদিক সালিম, পরিষদ সদস্য কাজী ফাবাশ্বির আহমদ। মাওলানা মাহফুজুল হক বলেন, ভোট একটি আমানত। এ আমানত একজন আলেমকে দিলে সে আমানত রক্ষা হবে। তাই আলেমদের নির্বাচিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সর্বশেষ খবর