শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পাখির অভয়াশ্রম

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বিল-চিনিডাঙ্গাকে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে বিদায়ী জেলা প্রশাসক নাটোর শাহিনা খাতুন এই অভয়াশ্রম ঘোষণা করেন। এ সময় পাখিদের নিরাপদ আশ্রয়ের জন্য বিলের ধারে একটি বটগাছ রোপণ করেন জেলা প্রশাসক। পারকোল মত্স্যজীবী পারা আয়োজিত পাখির অভয়াশ্রম ঘোষণার অনুষ্ঠানে ইউএনও আনোয়ার পারভেজ, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম, বজলুর হক, সাংবাদিক মিনারুল ইসলাম মিলন, আবদুল কাদের সজল  প্রমুখ উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর