রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় পার্টির সম্মেলনে সংঘর্ষ, আহত ১১

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে কমিটি গঠনকে কেন্দ্র করে গতকাল সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। সম্মেলনে হানিফ মাতুব্বরকে সভাপতি ও মাইনুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এর পরই বর্তমান আহ্বায়ক কমিটির মকবুল হোসেনের সমর্থকরা প্রতিবাদ করলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি ও বরগুনা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন বলেন, ‘সম্পূর্ণ অসাংগঠনিকভাবে কেন্দ্রীয় মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সম্মেলন করা হয়েছে। এত কম সময়ের মধ্যে সম্মেলন করা হয়েছে যে, উপজেলা পর্যায়ের অধিকাংশ নেতা-কর্মীই অংশ নিতে পারেননি। যারা একসময় দলের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে তাদেরই আবার নেতৃত্বে আনা হয়েছে।’ কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক শাজাহান মনসুর বলেন, ‘দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ২ অক্টোবর স্বাক্ষরিত চিঠিতে ৬ অক্টোবর জেলা সম্মেলন করার নির্দেশ দেন। কী কারণে তিনি এত স্বল্প সময়ের নোটিসে সম্মেলনের নির্দেশ দিয়েছেন তা আমার বোধগম্য নয়। পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’ পাথরঘাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মল্লিক আজাদ জানান, এ ধরনের সম্মেলন আমরা মানি না-তাই কোনো ডেলিগেট সম্মেলনে যায়নি।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদের যুববিষয়ক উপদেষ্টা অ্যাড. রেজাউল ইসলাম ভূইয়া। আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন মানিক, ফকরুল আহসান শাহজাদা প্রমুখ। অ্যাড. রেজাউল ইসলাম ভূইয়া বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সম্পূর্ণ সাংগঠনিকভাবে সম্মেলন করা হয়েছে।’ সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, ‘আমরা কমিটি ঘোষণা করে চলে আসার পর একটা গণ্ডগোল হয়েছে শুনেছি। এতে জাতীয় পার্টির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মাদারীপুরে সংঘাত : মাদারীপুর প্রতিনিধি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন ১৫ জন। এদের মধ্যে গুরুতর অবস্থায়        দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর