রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সুনামগঞ্জে জমজমাট কুস্তি খেলা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে জমজমাট কুস্তি খেলা

সুনামগঞ্জে জাতীয় উন্নয়ন মেলায় ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলা হাওরভাটির জনপ্রিয় এ খেলা দেখতে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। ফলে গোটা স্টেডিয়াম কানায় কানায় ভরে ওঠে। প্রখর দাবদাহ উপেক্ষা করে দর্শক উপভোগ করেন দুই ইউনিয়নের কুস্তিগিরদের শারীরিক কসরত। খেলায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নকে পরাজিত করে শিরোপা জিতে নেন জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের কুস্তিগিরেরা। খেলা দেখতে অতিথি হয়ে আসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ও প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, পৌর মেয়র নাদের বখত প্রমুখ। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ‘সুনামগঞ্জের কুস্তি খেলার খবর পেয়ে লোভ সামলাতে পারিনি তাই দেখতে স্টেডিয়ামে চলে এসেছি। খেলা দেখে আমি অভিভূত। এ খেলা বাঁচিয়ে রাখতে হবে।’ মর্তুজা আহমদ বলেন, ‘ঐতিহ্যবাহী এ খেলা দেখে আমরা অভিভূত। এ খেলা হাওরের মানুষের মাঝে সম্প্রীতির সেতুবন্ধ তৈরি করে। তাই একে বাঁচিয়ে রাখতে সব ধরনের উদ্যোগ নিতে হবে।’

সর্বশেষ খবর