রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কিশোরগঞ্জে প্রধান শিক্ষক কুড়িগ্রামে শিশু নিহত

কিশোরগঞ্জ ও কুড়িগ্রাম প্রতিনিধি

কিশোরগঞ্জে প্রধান শিক্ষক কুড়িগ্রামে শিশু নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় শাহ আহসান উল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নিকলী উপজেলার এ.বি. নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশা নিকলী যাচ্ছিল। পথে কটিয়াদীর নওবাড়িয়া নামক স্থানে রাস্তায় এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। শিশুসহ আহত হন তিনজন। গুরুতর আহত শাহ আহসান উল্লাহকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হলেন— নিকলীর সাহাপাড়া গ্রামের সজল (৪৫) ও কটিয়াদীর নওবাড়িয়ার শরীফ মিয়ার মেয়ে নোভা আক্তার (৫)।

এদিকে কুড়িগ্রামের রৌমারীতে ব্যাটারিচালিত অটোবাইকচাপায় রোমানা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ইজলামারী নামক স্থানে গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রোমানা ইজলামারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। এ ঘটনায় এলাকাবাসী অটোবাইকসহ চালককে আটক করলেও দুপুরে তার স্বজনরা একজোট হয়ে নিহতের পরিবারের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় রোমানার মা মাথায় আঘাত পান। তাকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় শিশু রোমানা বাড়ির কাছে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল বলে জানা গেছে।

সর্বশেষ খবর