রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০ বছরে উন্নত দেশ হতো বাংলাদেশ’

নাটোর প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ স্বাধীনতার ২০ বছরের মধ্যেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো। স্বাধীনতার পর ৪৭ বছরের মধ্যে মাত্র ১৮ বছর রাষ্ট্রক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, চ্যালেঞ্জ ও মানবতার বিচারে বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। উন্নত বাংলাদেশ বিনির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।’ নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল কয়েকটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।

জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তৃতা করেন, আব্দুল কুদ্দুস এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, পৌর মেয়র উমা চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বি প্রমুখ।

সর্বশেষ খবর