সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘দক্ষ জনশক্তির অভাবে বিপুল অর্থ বিদেশে চলে যায়’

টেক্সটাইল খাত

সুনামগঞ্জ প্রতিনিধি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, দক্ষ জনশক্তির অভাব থাকায় দেশের বিপুল অর্থ বিদেশিরা নিয়ে যান। বস্ত্রখাতে ১৫ হাজার দক্ষ জনবল আছে যারা বিদেশি। ভারত, পাকিস্তান, শ্রীলংকাসহ নানা দেশ থেকে আসছেন তারা। তারা ডলারে যে পরিমাণ বেতন নেন সেটি দেশের সাত ৭ লাখ শ্রমিকের বেতনের সমান। বস্ত্রখাতে দক্ষ জনশক্তি তৈরি করতে দেশের প্রত্যেক জেলায় একটি করে টেক্সটাইল ইনস্টিটিউট ও বৃহত্তর জেলায়গুলোতে টেক্সটাইল কলেজ স্থাপন করা হবে। দেশে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আছে, ভবিষ্যতে আরো করা হবে। রবিবার দুপুরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে ‘সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় ১২০ কোটি টাকা ব্যয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয় এই ইনস্টিটিউট নির্মাণ করছে। অবকঠামো ও ভবন নির্মাণ শেষে ২০২১ সালে শিক্ষা কার্যাক্রম শুরু হবে এখানে। প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাট খাতকে যুগোপযুগী করছি। এখন আর রশি, ছালা, বস্তার মধ্যে আমরা সীমাবদ্ধ নই, পাট থেকে ২৮৫টি পণ্য তৈরি হচ্ছে। যা গত তিন বছর আগে ছিল মাত্র ৩৫টি। গৃহস্থালির সব পণ্য এখন পাট থেকে তৈরি হচ্ছে। পাট থেকে ১০২ ধরনের ফেব্রিক্সসহ ডেনিম কাপড়ও তৈরি হচ্ছে। যা আগে বিদেশ থেকে আমদানি করতে হতো। আগামীতে তা আর করতে হবে না। বিশ্বের ১২০টি দেশে বাংলাদেশের পাটপণ্য রপ্তানি হয়, দিন দিন তা আরো বাড়ছে।  এ সময় উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, মুহিবুর রহমান মানিক এমপি, জয়া সেন গুপ্তা এমপি, মেয়াজ্জেম হোসেন রতন এমপি, শাহানা রব্বানী এমপি, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ প্রমুখ।

সর্বশেষ খবর