সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জমির ওপর দিয়ে হাঁটায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

নেত্রকোনায় দুই পরিবারের বিরোধে প্রাণ গেল শিশুর

প্রতিদিন ডেস্ক

প্রতিবেশীর জমির ওপর দিয়ে হাঁটায় বরিশালে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নেত্রকোনায় দুই পরিবারের বিরোধে প্রাণ গেছে শিশুর। তিন জেলায় আরও চারটি খুন-লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

বরিশাল : বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর গুচ্ছ গ্রামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী চার নারীর বিরুদ্ধে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহত অবলা রানী (৭০) ওই গুচ্ছ গ্রামের ধীরেন চন্দ্রের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, অবলার ঘরে নিবাস নামে এক ব্যক্তি ভাড়া থাকেন। তিনি প্রতিবেশী রোজিনা, হেলেনা, শিল্পী ও কমলার জমির ওপর দিয়ে আসা-যাওয়া করেন। এ নিয়ে গতকাল জমি মালিকদের সঙ্গে অবলার বাদানুবাদ হয়। একপর্যায়ে তারা লাঠি দিয়ে তাকে বেদম পেটায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা অবলাকে শেরেবাংলা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনা : দুর্গাপুরে দুই পরিবারের মারামারিতে ২২ দিনের কন্যাশিশু নিহতের অভিযোগ ওঠেছে। উপজেলার গাওকান্দিয়ার চিতলী চরপাড়া গ্রামে শনিবার এ ঘটনা ঘটে। ওই দিন রাতে নিহত শিশুর বাবা স্বপন মিয়া ১২ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দিনাজপুর : বোচাগঞ্জে ছেলের পিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেছে বাবা তালা কিসকুর (৫৫)। এ সময় আহত হয়েছেন তালার ছোট বউ সুমি হাসদা। ঘটনার পর অভিযুক্ত ছেলে বৈদ্ধ কিসকুকে গ্রেফতার করেছে পুলিশ। বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর পশ্চিম আদিবাসীপাড়ায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে জেলার ফুলবাড়ীতে ছোট যমুনা নদী থেকে তছলিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃতদেহ গতকাল উদ্ধার করেছে পুলিশ। ঠাকুরগাঁও : হরিপুরের কাঁঠালডাঙ্গী এলাকায় ধান খেতে শফিরুল (৪০) নামে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। চুয়াডাঙ্গা : জেলা শহরের মালোপাড়ায় মাথাভাঙ্গা নদী থেকে মিনতি রানী (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরতলী দৌলাতদিয়ার দক্ষিণপাড়ার বিনয় কুমারের স্ত্রী।

সর্বশেষ খবর