শিরোনাম
সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বাঁধে ধস, যমুনায় বিলীন ৭০ মিটার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহর রক্ষার জন্য কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনা নদীর ক্রসবার-৩ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। মাত্র চার ঘণ্টার ব্যবধানে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় ৭০ মিটার। রবিবার সকাল ১০টা থেকে যমুনার ক্রসবার বাঁধ-৩ এর দক্ষিণ প্রান্তে ভাঙন শুরু হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। দুপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়া জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আরও ধসরোধে জিওব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। সিরাজগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী রণজিত কুমার সরকার জানান, যমুনার পানি কমতে থাকায় ঘূর্ণাবর্তের কারণে বাঁধের নিচের অংশ থেকে মাটি সরে যাচ্ছে। এ কারণে ধস শুরু হয়েছে। চার ঘণ্টা ব্যবধানে দুটি স্থানে প্রায় ৭০ মিটার অংশ ধসে গেছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ভাঙনরোধে জিওব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। প্রসঙ্গত, সিরাজগঞ্জ শহর রক্ষায় পাউবো শহরের চারটি পয়েন্টে ক্রস বাঁধ নির্মাণ করেছে। প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ক্রস বাঁধ-৩ (১৭৮২ মিটার)। ২০১৭ সালের জুনে এ বাঁধের নির্মাণ কাজ শেষ হয়।

সর্বশেষ খবর