বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
৫ জেলায় সড়ক দুর্ঘটনা

বাবা-ছেলেসহ নিহত ৮

প্রতিদিন ডেস্ক

নওগাঁয় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। ঝিনাইদহ, গোপালগঞ্জ, বরিশাল, বরগুনা ও চুয়াডাঙ্গা সড়কে প্রাণ গেছে আরও পাঁচজনের। এদের মধ্যে রয়েছেন দুই শিশু ও এক কলেজছাত্র। সোমবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

নওগাঁ : পত্নীতলায় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। উপজেলার নজিপুর পৌরসভা এলাকায় নওগাঁ-পত্নীতলা সড়কে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মহাদেবপুর উপজেলার মোল্লাকুড়ি উত্তরপাড়া গ্রামের আব্দুস সালাম (৫৪), তার ছেলে তৌফিক ইসলাম (২৭) ও তৌফিকের বন্ধু পত্নীতলা উপজেলা সদরের রনি (২৬)। পুলিশ জানায়, এক মোটরসাইকেলে তারা তিনজন পত্নীতলার নজিপুরের দিকে যাচ্ছিলেন। পথে ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

ঝিনাইদহ : সদর উপজেলার পূর্বকৃষ্ণপুর গ্রামে ইজিবাইকচাপায় মারা গেছে শিশু সাব্বির হোসেন (৯)। সে পূর্বকৃষ্ণপুরে ডাবলু মণ্ডলের ছেলে। গতকাল সকালে বাড়ির পাশে রাস্তায় খেলার সময় দ্রুতগামী ইজিবাইক সাব্বিরকে চাপা দেয়।

গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানীতে গতকাল সকালে জিপের ধাক্কায় প্রাণ গেছে সেতু খানম (১০) নামে এক শিশুর। সেতু কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের ওয়ালেস শরীফের মেয়ে ও স্থানীয় রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

বরিশাল : বাবুগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাসিব (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বাবুগঞ্জ-লাকুটিয়া সড়কের ওলানকাঠী সিকদার বাড়ি এলাকায় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিব রহমতপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন সরদারের ছেলে ও বাবুগঞ্জ ডিগ্রী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। চুয়াডাঙ্গা : সদর উপজেলার চাঁনপুর গ্রামে গতকাল সকালে বালুভর্তি ট্রাক্টর উল্টে বকুল হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বকুল দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বরগুনা : পাথরঘাটায় মোটরাসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাগর (১৭) নামে এক কিশোর নিহত ও রাকিব (১৮) নামে একজন আহত হয়েছে। নিহত সাগর কাটাখালী গ্রামের কামাল হোসেনের ছেলে। রাকিবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর