বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পাহাড়ে অবস্থান কর্মসূচি বাঙালি চার সংগঠনের

শরণার্থী পুনর্বাসনের তালিকা বাতিল দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসিত বাঙালিদের সম্মানজনকভাবে পুনর্বাসন এবং ভারত প্রত্যাগত পাহাড়ি শরণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে করা তালিকাকে ভুয়া আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছে বাঙালি চারটি সংগঠন। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে পার্বত্য অধিকার ফোরাম, নারী অধিকার ফোরাম, ছাত্র পরিষদ ও সোনা মিয়া টিলা ভূমি রক্ষা কমিটির ব্যানারে গতকাল অবস্থান কর্মসূচি পালন করে এ দাবি জানানো হয়। এ সময় পার্বত্য অধিকার ফোরামের চেয়ারম্যান মাঈন উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাসুম রানা এবং সোনা মিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেক বক্তৃতা করেন। বক্তারা বলেন, ২০ দফা প্যাকেজ চুক্তির আওতায় ১৯৯৭ সালে ভারত থেকে ১২ হাজার ২২২ পাহাড়ি শরণার্থী পরিবার দেশে ফিরে আসে। ২০০৮ সালে অধিকাংশ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। হঠাৎ করে ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের নবম সভায় ওই ১২ হাজার ২২২ পরিবারের তালিকা বাদ দিয়ে নতুন করে ৮২ হাজার পাহাড়ি পরিবারকে উদ্বাস্তু হিসেবে চিহ্নিত করা হয়। বক্তারা নতুন তালিকাটি ষড়যন্ত্রমূলক ও ভুয়া আখ্যায়িত করেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ১২ অক্টোবরের মধ্যে এ তালিকা বাতিল করা না হলে ১৩ অক্টোবর টাস্কফোর্স অফিস ঘেরাও করা হবে। অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।

সর্বশেষ খবর