শিরোনাম
বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘বিধিমালা চূড়ান্ত হলে কার্যক্রম এগিয়ে যাবে’

ভূমি কমিশনের বৈঠক

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান (অব.) বিচারপতি  আনোয়ার উল হক বলেছেন, ‘ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ খসড়ার উপর সংশোধনী দিয়েছে। সংশোধনী খসড়াটি চূড়ান্ত পর্যায়ে আছে। সরকার বিধিমালা প্রণয়ন করলে পার্বত্যাঞ্চলের ভূমি সক্রান্ত ২২ হাজারের অধিক আবেদনের ওপর শুনানি শুরু হবে। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তিতে কমিশনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা  হয়েছে। রাঙামাটি সার্কিট হাউসে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের তৃতীয় বৈঠক শেষে গতকাল গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন। আনোয়ার উল হকের সভাপতিত্বে বৈঠকে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, আলী মনছুর, ব্যারিস্টার দেবাশীষ রায়, উচপ্রু চৌধুরী, শৈলা প্রু চৌধুরী, একেএম মামুনুর রশিদ, বৃষ কেতু চাকমা, ক্য শৈ হ্লা চৌধুরী, সাচিং প্রু চৌধুরী ও সোয়েব উদ্দিন খান উপস্থিত ছিলেন। সন্তু লারমা বলেন, ‘বিধি প্রণয়ন ছাড়া কমিশনের কাজ এগিয়ে নেওয়া সম্ভব না।’ ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেন, ‘ভারত প্রত্যাগত শরণার্থীর মধ্যে যারা পুনর্বাসিত হয়নি তাদের ভূমি প্রদানের মাধ্যমে ভূমি কমিশনের কাজ শুরু করব।’

সর্বশেষ খবর