বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ডিস ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ২০

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় ডিস ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। গতকাল দুপুরের এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, কালিহাতী উপজেলা রাজাবাড়ী গ্রামের আজম মোল্লা ও মামুন মোল্লার সঙ্গে ভাবলার গ্রামের খোকন সরকারের ডিস ব্যবসা নিয়ে বিরোধ চলছে। সোমবার খোকনকে রাজাবাড়ীর কয়েকজনকে মারধর করে। এর জেরে মঙ্গলবার ভাবলা গ্রামে পাঁচ শতাধিক লোক দোষীদের বিচার দাবিতে লাঠিসোঁঠা নিয়ে মিছিল নিয়ে এসে এলেঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান নেন। রাজাবাড়ী গ্রামের লোকজন জমায়েত হয় ময়মনসিংহ লিংক রোডের রাজাবাড়ী মোড়ে। তারা এলেঙ্গা বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এ সময় বাসস্ট্যান্ড থেকে সামওয়ান গেট পর্যন্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন। কালিহাতী থানার ওসি  বলেন, এ বিষয়ে এখনো মামলা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর