বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে তিন শতাধিক ঘরবাড়ি ও কয়েক হাজার হেক্টর জমির ফসল। ভেসে গেছে পাঁচ শতাধিক খামার ও পুকুরের মাছ। স্থানীয়রা জানান, দুই দিন আগে থেকে অল্প অল্প করে বাঁধ ভাঙতে শুরু করে। মঙ্গলবার রাতে বলেশ্বর নদীর জোয়ারের তোড়ে বিশাল অংশ ধসে গেলে পানি লোকালয়ে ঢুকে পড়ে। বগী গ্রামের মুক্তিযোদ্ধা রুস্তুম মুন্সী (৬৫) জানান, ব্যাংক থেকে তিনি এক লাখ টাকা লোন নিয়ে আমন চাষ করেছেন। বাঁধ ভেঙে তার সব শেষ হয়ে গেছে। কৃষক জাকারিয়া, আফজাল, কামাল জানান, বাঁধ ভেঙে বগী, বগী দশ ঘর ও বগী সাত ঘর গ্রামের কয়েক হাজার হেক্টর জমির আমন খেত পানির সঙ্গে ভেসে আসা কচুরিপানায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে শত শত পুকুর ও ঘেরের মাছ। তিন গ্রামের বাড়িঘর তলিয়ে যাওয়ায় বুধবার বহু পরিবারে রান্না হয়নি। সাউথখালী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন জানান, বগী থেকে গাবতলা আশার আলো মসজিদ পর্যন্ত দেড় কিলোমিটার বাঁধের অন্তত ১০টি পয়েন্ট মারাত্মক ঝুঁকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা নিতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।

সর্বশেষ খবর