বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

হবিগঞ্জে তিনজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে দুটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা গতকাল দুটি মামলার রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— নবীগঞ্জের চৌকি গ্রামের অরবিন্দু দাশ, আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের সাকিউর চৌধুরী ও গাজিউর চৌধুরী। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৯ জুন রাতে সাকিউর চৌধুরী ও গাজিউর চৌধুরী মোবাইল ফোনে প্রতিবেশি বদিউজ্জামান চৌধুরীর ছেলে বাছির মিয়াকে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই বছরের ২৪ জুন বাছিরের ভাই যীশু মিয়া ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই দিনই আসামি সাকিউরকে পুলিশ গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাটিচাপা দেওয়া অবস্থায় বাছিরের লাশ উদ্ধার করা হয়। অপরদিকে ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি বানিয়াচং উপজেলার চন্ডিপুরের সত্যজিৎ গ্রামের মাঠে কির্ত্তন শুনতে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ১৫ ফেব্রুয়ারি এলাকার শ্মশানঘাট সংলগ্ন ডোবা থেকে হাত বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ মামলার প্রধান আসামি ছিলেন অরবিন্দু দাশ।

সর্বশেষ খবর