বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই কলেজছাত্রীসহ তিনজনের

বিভিন্ন স্থানে নিহত আরও ৪

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে দুই কলেজছাত্রীসহ তিনজনের। এছাড়া ঝিনাইদহ, মাদারীপুর, গোপালগঞ্জ ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর— কুমিল্লা : চান্দিনায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী দুই কলেজছাত্রীসহ তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ ১১ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার গোবিন্দপুরে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— দেবিদ্বার উপজেলার প্রেমু গ্রামের আব্দুল ওহাবের মেয়ে পপি আক্তার (১৭), আবদুস সাত্তারের মেয়ে মরিয়ম আক্তার মুনমুন (১৬) ও মনোহরগঞ্জ উপজেলার আবদুর রহিমের স্ত্রী মনোয়ারা আক্তার লাভলী (২৮)। পপি ও মুনমুন চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সামছুল হুদা জানান, তিনি চান্দিনা বাস স্টেশন থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসে উঠেন। ওই মাইক্রোবাসে কলেজছাত্রীসহ আরও ১০ জন ছিলেন। গোবিন্দপুর স্টেশনে পৌঁছার পর যাত্রী নামানোর জন্য গাড়িটি থামলে পিছনের একটি মাইক্রোবাস ওভারটেকিং করছিল। এ সময় গ্রতগতির একটি বালুবাহী ট্রাক দুটি মাইক্রোবাসকে পিছন থেকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ঝিনাইদহ : সদর উপজেলার চান্দুয়ালী গ্রামে গতকাল সড়ক দুর্ঘটনায় মসলেম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। মাদারীপুর : রাজৈর উপজেলার কামালদী এলাকায় গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় হালিম বেপারী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হালিম রাজৈর উপজেলার কেন্দুয়া গ্রামের বাসিন্দা। গোপালগঞ্জ : কাশিয়ানীতে বাসের ধাক্কায় মারা গেছে রিফাত শেখ (১০) নামে এক শিশু। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত কাশিয়ানীর ঘোনাপাড়া গ্রামের মধু শেখের ছেলে। নেত্রকোনা : কলমাকান্দা উপজেলার লেংগুরায় বাস-সিএজিচালিত অটোরিকশা সংঘর্ষে কাজল মিয়া (৪০) নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন জাহিদ নামে একজন। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজল দুর্গাপুর উপজেলার চন্ডিগর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

সর্বশেষ খবর