বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি জামায়াতের ১৪৯ নেতা-কর্মী আটক

প্রতিদিন ডেস্ক

কুমিল্লা, দিনাজপুর, নারায়ণগঞ্জ, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও মাদারীপুর থেকে বিএনপি জামায়াতের ১৪৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় থেকে গতকাল বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে বিভিন্ন মামলার আসামি ছাড়াও গ্রেনেড হামলার রায় ঘিরে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রকারীরা রয়েছেন বলে পুলিশের দাবি। প্রতিনিধিদের পাঠানো খবর—  কুমিল্লা : সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরীসহ জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০২ নেতা-কর্মী আটক হয়েছেন। গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা এসবির পুলিশ পরিদর্শক মাহবুব মোর্শেদ। তিনি জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণা ঘিরে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় মঙ্গলবার থেকে কুমিল্লার অভিযান চালানো হয়। দিনাজপুর : নাশকতাসহ বিভিন্ন মামলায় দিনাজপুরের ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিএনপির ছয়জন নেতা-কর্মী রয়েছেন। বাকিরা মাদকসহ বিভিন্ন মামলার আসামি। মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল পর্যন্ত এদের গ্রেফতার করা হয়। এ সময় ১০টি ককটেল উদ্ধার করেছে বলে দাবি পুলিশের। নারায়ণগঞ্জ : একুশে আগস্ট গ্রেনেড হামলার রায়ের পরে গতকাল নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে হাত বোমার বিস্ফোরণ ঘটেছে। এ সময় বিক্ষোভ মিছিল ও যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। জেলার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছিল পুলিশ ও র‌্যাবের টহল। ছিল সাজোয়া যানও। বিভিন্ন স্থান থেকে ১৪টি ককটেলসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। সুন্দরগঞ্জ : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জামায়াত কর্মী গ্রেফতার করেছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এ অভিযান চালানো হয়। সুন্দরগঞ্জ থানার ওসি জানান, গ্রেফতাররা বিভিন্ন মামলার আসামি। মাদারীপুর : জেলা সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহানসহ বিএনপির নেতা-কর্মীদের মুক্তি দাবিতে গতকাল মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ চারজনকে আটক পুলিশ।

সর্বশেষ খবর