বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পাহাড়ে পুনর্বাসন ষড়যন্ত্র বন্ধ না হলে আন্দোলন

বাঙালি সংগঠনের হুঁশিয়ারি

রাঙামাটি প্রতিনিধি

৮২ হাজার ভারতীয় ও মিয়ানমার নাগরিকের পার্বত্যাঞ্চলে পুনর্বাসনে শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের সিদ্ধান্তকে ষড়যন্ত্র উল্লেখ করে তা বন্ধের দাবিতে জানিয়েছেন বাঙালি সংগঠনের নেতা-কর্মীরা। রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল নির্যাতিত পার্বত্যবাসীর ব্যানারে মানববন্ধন করে এ দাবি জানানো হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় বাঙালি নারী-পুরুষ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। ৮২ হাজার ভারতীয় ও মিয়ানমার নাগরিককে পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে বেগম নূর জাহানের সভাপতিত্বে বক্তৃতা করেন— কাজী মো. জালোয়া, রাসেল ইসলাম, আব্দুল মান্নান, মাইন উদ্দিন মহিন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স ৮২ হাজার উপজাতি পরিবারকে পুনর্বাসন করে পার্বত্যাঞ্চলকে বাংলাদেশ থেকে আলাদা করে জুম্মল্যান্ড   বানানোর ষড়যন্ত্র করছে। এ পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো বাঙালি পরিবারকে রাখা হয়নি। অথচ ৩৫ বছর ধরে গুচ্ছগ্রামে ৩৮ হাজার বাঙালি পরিবার প্রায় বন্দি জীবনযাপন করছে। তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই। বক্তারা আরও বলেন, পার্বত্যাঞ্চলে এখনো   হাজার  হাজার বাঙালি পরিবার আছে যাদের মাথা গোঁজার ঠাঁই নেই। পাহাড় ধসে ঘরবাড়ি বিধ্বস্ত বাঙালি পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে বাস করছে।

সর্বশেষ খবর