শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চুরি যাওয়া নবজাতক উদ্ধার হয়নি, লিফটচালক আটক

রংপুর মেডিকেল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

চুরি যাওয়া নবজাতক উদ্ধার হয়নি, লিফটচালক আটক

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগ থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার হয়নি। এ ঘটনায় হাসপাতালের লিফটচালক আব্দুল কাইয়ুমকে (৩২) আটক করা হয়েছে। পুলিশ বলছে, শিশুটিকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে। পুলিশ জানায়, বোরকা পরা যে মহিলা নবজাতকের মা সুধারানীর সঙ্গে উপযাচক হয়ে সখ্যতা গড়ে তোলে, সেই মহিলার সঙ্গে লিফটচালক কাইয়ুমেরও সখ্যতা আছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। যে কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির নানা বুধবার রাতে কোতোয়ালি থানায় মামলা করলেও সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। এদিকে একমাত্র সন্তান চুরি যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন মা সুধারানী। সারাক্ষণ কাঁদছেন আর মূর্চ্ছা যাচ্ছেন। প্রসঙ্গত, নীলফামারী সদর উপজেলার বাবরিঝাড় গ্রামের পরেশ চন্দ্রের স্ত্রী সুধারানীকে (১৮) গত মঙ্গলবার রাতে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। মধ্যরাতে সিজারের মাধ্যমে তিনি ছেলে সন্তান প্রসব করেন। সিজারের পর মা-ছেলেকে পোস্ট অপারেটিভ বিভাগে রাখা হয়। বুধবার ভোর ৫টার দিকে ঘুম ভাঙলে পাশে সন্তান দেখতে না পেয়ে চিৎকার করেন সুধারানী। তিনি জানান, একজন বোরকা পরা মহিলা বাচ্চাটাকে কয়েকবার দেখতে আসে। সে নাকি পাশের কক্ষের রোগীর স্বজন। বাচ্চা চুরির পর থেকে ওই মহিলাকে আর দেখা যাচ্ছে না। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। রমেক কর্তৃপক্ষের গঠন করা দুই সদস্যের কমিটিও কাজ করছে।

সর্বশেষ খবর