শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম শহরের জিয়া বাজারে গতকাল ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার সময় ব্যবসায়ীরা হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করেছেন। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা খাতুনকে আটকে রেখে তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, জিয়া বাজারের মারিয়া স্টোরে পলিথিনের বস্তায় ডাল সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালত দোকানমালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে পাশের নিরব স্টোরকেও জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। জিয়া বাজার সমিতির সভাপতি শফিকুল ইসলাম আটজনকে আটকের অভিযোগ করেছেন।

সর্বশেষ খবর