শিরোনাম
শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আমন নিয়ে চিন্তায় কৃষক

কুড়িগ্রামে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে চলতি মৌসুমে রোপণ করা আমন ফলন নিয়ে চিন্তিত কৃষকরা। খরা, বৈরী আবহাওয়া ও রোগবালাইয়ে আক্রান্ত হয়ে প্রায় ১৪ হাজার হেক্টর আমন খেত বিনষ্ট হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। জেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে কুড়িগ্রামের রাজারহাট, ফুলবাড়ি, উলিপুর, নাগেশ্বরী উপজেলায় ৪০ হাজার ৯৩৩ হেক্টর জমিতে আমন চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরমধ্যে বন্যায় প্রায় এক হাজার হেক্টর জমির ধান বিনষ্ট হয়ে গেছে। এছাড়া বৈরী আবহাওয়া ও অতিরিক্ত খরার কারণে কৃষকরা সঠিক সময়ে চারা রোপণ করতে পারেননি। সঠিক সময়ে পানির অভাবে আমন খেতগুলোয় নানা রোগবালাই দেখা দেয়। খরায় ফেটে চৌচির হয়ে যায় খেত। খোলপোড়াসহ বিভিন্ন রোগে চার হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। যদিও কৃষি অফিস এমন শঙ্কার কথা উড়িয়ে দিয়েছে। বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, খোলপোড়া রোগ দেখা দিলে ধান গাছগুলো হলদে হয়ে যায়। দু-এক দিনের মধ্যে গাছগুলো শুকিয়ে খড়ে পরিণত হয়। এক জায়গায় এ রোগ দেখা দিলে তা পুরো জমিতে এ রোগ ছড়িয়ে পড়ে। রাজারহাটের কৃষক আ. হক জানান, তার জমিতে ব্রি-৫২ ধানের চারা রোপণের পর থেকে গাছ মরা শুরু হয়। কয়েকবার চারা রোপণ করলে অবস্থা হয় একই। ওই খেতে দুই বার ওষুধ ছিটিয়েও প্রতিকার হয়নি। একই অবস্থা সাহেব বাজার এলাকার আ. খালেকের খেতের। স্থানীয় কৃষি কর্মকর্তা দিলদার হোসেন জানান, অতিরিক্ত খরার কারণে কিংবা ভাল বীজ সংগ্রহ না করায় ফসলের এ অবস্থা সৃষ্টি হয়েছে। প্রতিটি এলাকায় খোলপোড়া রোগ দেখা দিয়েছে। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিকারের জন্য বিকাল বেলা নাটিবো-৭৫ ডব্লিউ জি প্রতি ১০ লিটার পানিতে ৪ গ্রাম করে মিশিয়ে ৫ শতক জমিতে সপ্তাহে দুই বার দিতে হবে। এ ছাড়া সপসিন কীটনাশক ১০ লিটার পানিতে ২৬ গ্রাম ৫ শতক জমিতে এবং বিঘাপ্রতি ৫ কেজি এমওপি উপরিভাগে প্রয়োগ করতে হবে। অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দা সিফাত জাহান বলেন, জমিতে সেচ দিতে কৃষকদের উৎসাহী করতে পারলে এ রোগ প্রতিকার হবে। কৃষি কর্মকর্তা কামরুজ্জামান জানান, খোলপোড়া রোগের তেমন প্রাদুর্ভাব নেই। কিছু এলাকায় দেখা দিয়েছে। সেচ দিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর