শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বাগেরহাটে পানিবন্দি পরিবারে রান্না বন্ধ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পানিবন্দি পরিবারে রান্না বন্ধ

বাগেরহাটের শরণখোলায় পানিবন্দী গ্রাম —বাংলাদেশ প্রতিদিন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় পানি উন্নয় বোর্ডের ৩৫/১ নম্বর পোল্ডারের বগী ও গাবতলা এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন উপকূলীয় বেড়িবাঁধ (সিইআইপি) প্রকল্পের ২০০ মিটার বাঁধ নদীতে ভেঙে লোকালয় আর নদী একাকার হয়ে গেছে। তিনটি গ্রাম প্লাবিত হয়ে তলিয়ে গেছে পাঁচ শতাধিক ঘরবাড়ি ও কয়েক হাজার হেক্টর জমির ফসল। ভেসে গেছে পাঁচ শতাধিক মাছের খামার ও পুকুরের মাছ। চারদিনেও ভাঙন রোধে নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। রান্না না করতে পেরে কয়েক হাজার মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্তরা এখনো পায়নি কোন সরকারি সহায়তা।

সর্বশেষ খবর