শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘জলবায়ুর প্রভাবে মুরগির ডিম ছোট হচ্ছে’

বিশ্ব ডিম দিবস পালিত

প্রতিদিন ডেস্ক

বরিশাল : বরিশাল সার্কিট হাউস চত্বর থেকে বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় এবং প্রাণি সম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা হয়। প্রাণি সম্পদ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক কৃষিবিদ মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠািনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে মুরগীর ওপর। যার কারণে ডিমের সাইজ ক্রমশ ছোট হচ্ছে। সরকার এই অবস্থা থেকে উত্তরণের জন্য গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া মুরগীর খাদ্যের মান বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন বক্তারা। সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই— এই শ্লোগানকে সামনে রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও দিনাজপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন ডা. মো. ফজলুল হকের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়।

খুলনা : দিবসটি উপলক্ষে গতকাল খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান এমপি। তিনি বলেন, প্রাকৃতিকভাবেই ডিমের মধ্যে সব ধরনের পুষ্টি গুণ বিদ্যমান। ডিম থেকে মানুষ সহজে ও স্বল্প মূল্যে শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ বিভাগের উপপরিচালক কল্যাণ কুমার ফৌজদার। ময়মনসিংহ : প্রাণি সম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের উদ্যোগে গতকাল বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আলতাব হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর