শিরোনাম
শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে ধর্মীয় সম্প্রতি বজায় থাকে : তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারপ্রধান থাকলে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারেন। ধর্মীয় সম্প্রতি বজায় থাকে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় আসা মানেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন, অত্যাচার। ধর্মীয় সম্প্রতি বজায় রাখা এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। গতকাল বাঞ্ছারামপুর উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর (তাজ) উদ্যোগে ৪১টি পূজামণ্ডপে অনুদান প্রদান ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন মো. সিরাজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা মিসেস জলি আমির। প্রতিটি পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ হাজার টাকা ও ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অঞ্জন কুমার রায়, গৌরধন ঘোষ, লক্ষণ চন্দ্র সাহা, ঝন্টু রঞ্জন দত্ত, শ্যামল চন্দ্র সূত্রধর, মনোরঞ্জন দাস, শুভ্রত দে প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিধান দাস দুর্জয়। পরে ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম    জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে যোগদান করেন।

সর্বশেষ খবর