রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

স্কুলের সামনে দুই ছাত্রীকে চাপা দিল বাস

বিভিন্ন স্থানে সড়কে সাত প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

রাজবাড়ীতে নিজ স্কুলের সামনে বাসচাপায় প্রাণ গেছে দুই ছাত্রীর। এছাড়া সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া,  বগুড়া, বরিশাল ও যশোরের বেনাপোলে নিহত হয়েছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— ফরিদপুর : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাসচাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে গতকাল বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাকিয়া আক্তার কেয়া (১৫) ও চাঁদনী আক্তার (১৫)। ঘটনার পর ঢাকা-ফরিদপুর মহাসড়কে চলাচলকারী গোল্ডেন লাইনের দুটি বাসে আগুন দেয় জনতা। স্থানীয়রা জানান, দৌলতদিয়া মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্রী কেয়া ও চাঁদনী স্কুলে যাওয়ার জন্য গেটের সামনে সড়ক পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই চাঁদনী এবং ফরিদপুর মেডিকেলে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সে উঠানোর পরই মারা যান কেয়া। কেয়া দৌলতদিয়া ইউনিয়নের জামাল শেখের ও চাঁদনী যদু ফকির পাড়ার সালাম মণ্ডলের মেয়ে। হবিগঞ্জ : হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের কালাডোবা এলাকায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে এক নারী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত টমটম যাত্রী সন্ধ্যা রানী বানিয়াচঙ্গ উপজেলা নতল্লার পুর গ্রামের প্রভু সরকারের স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উরশিউড়ায় গতকাল পাজেরো জিপের ধাক্কায় হানিফ মিয়া (৩২) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। বগুড়া : শেরপুর ইপজেলায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুর এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে দুই বাসের ১৫ যাত্রী। নিহত অভি আলম বগুড়ার শাজাহানপুরে মশিউর রহমানের ছেলে। বরিশাল : গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সাকুরা পরিবহনের একটি বাসচাপায় গতকাল মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী উপজেলা ছাত্রলীগ কর্মী রেজাউল ইসলাম তামিম নিহত হয়েছেন। তামিম উপজেলা সদরের চরগাধাতলী গ্রামের মাসুদুর রহমানের ছেলে। বেনাপোল : যশোর-বেনাপোল মহাসড়কে গতকাল শনিবার বিকালে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে জামাল হেসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জামাল নাভারন কাজিরবেড় এলাকার বাসিন্দা। সাভার : ঢাকার আশুলিয়ায় গতকাল ট্রাকচাপায় তাজুল ইসলাম নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা যায়, পোশাক শ্রমিক তাজুল সকালে কারখানায় যাওয়ার উদ্দেশে জামগড়া বাসস্ট্যন্ড এলাকায় রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।

সর্বশেষ খবর