রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে অবর্ণনীয় দুর্ভোগ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে তিন দিন ধরে টানা বৃষ্টিতে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় গ্রহণকারীদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। অব্যাহত বর্ষণে পাহাড় ধসে ঝুঁকির মুখে রয়েছেন রোহিঙ্গা ক্যাম্পগুলোর অনেকে।

সরেজমিনে গতকাল গিয়ে দেখা যায়, টেকনাফের শালবন ক্যামেপর ভিতরের রাস্তাগুলো কাদা ও পানিতে একাকার। কোথাও কোথাও পাহাড়ের পাদদেশে বসবাসরত রোহিঙ্গারা রয়েছেন পাহাড়ধসের শঙ্কায়। লেদা ক্যাম্পের বাসিন্দা সেনোয়ারা বলেন, ‘বৃষ্টি হলে কষ্ট বাড়ে। সঙ্গে পাহাড় ধসের আশঙ্কা তো থাকেই। ঘর পলিথিনের। একটু বাতাস বা বৃষ্টি হলেই চিন্তায় থাকি। এভাবে এক বছর পার করেছি। জানি না আর কতদিন এভাবে থাকতে হবে।’ তিনি বলেন— টানা বৃষ্টি হলে পানি ঘরে ঢুকে মেঝে ভিজে যায়। তখন রাতে না ঘুমিয়ে বসে থাকতে হয়। শালবন ডি ব্লকের ছৈয়দুর আমিন বলেন, বৃষ্টিতে ঢলের পানির সঙ্গে ময়লা কাদামাটি ও আবর্জনা মিশ্রিত পানি নিচে নেমে আসে। পাহাড়ি ঢল, কাদামাটি ও টয়লেটের ময়লা একসঙ্গে মিশে ঢালু স্থান বেয়ে দ্রুত নিচে নেমে আসায় রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ারও আশঙ্কা থাকে। টেকনাফের ইউএনও রবিউল হাসান বলেন, টানা বৃষ্টি হলে রোহিঙ্গাদের ভোগান্তি বাড়ে। ক্যাম্পগুলোতে কিছু কিছু ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হচ্ছে। সার্বক্ষণিক রোহিঙ্গা ক্যাম্পগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর