রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা, আটক

প্রতিদিন ডেস্ক

তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া ২১ আগস্ট হামলা মামলার রায় বাতিল ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। কোথাও কোথাও মিছিলে পুলিশের বাধা এবং নেতা-কর্মীদের আটকের অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

নাটোর : মিছিলের প্রস্তুতিকালে সকালে শহরের হাফরাস্তা এলাকা থেকে পাঁচ ছাত্রদল নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তারা হলেন— জুবায়ের হোসেন, আফ্রিদি খান, মুরাদ, সুজন ও কামাল। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে। ফরিদপুর : ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে যুবলীগের নেতা-কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুর ১টার দিকে শহরের টেপাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে জেলা যুবলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে। জামালপুর : সকালে জেলা ছাত্রদল সভাপতি সোহেল রানার নেতৃত্বে স্টেশন রোড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য জমায়েত হলে পুলিশ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। একই সময় নিরালা মার্কেট থেকে ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়ে শহীদ হারুণ সড়কে গিয়ে শেষ হয়। মাদারীপুর : জেলা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেনকে শুক্রবার দিবাগত রাতে শহরের পুরান বাজারে তার নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। গতকাল তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে কোর্টে চালান করা হয়েছে।

সর্বশেষ খবর