সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ছয় বছরেও প্রকাশ হয়নি নিয়োগ পরীক্ষার ফল

চাকরিপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

নওগাঁ ও ময়মনসিংহ প্রতিনিধি

উচ্চ আদালতের রায়ের আলোকে নিয়োগের দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচি পালন করেছেন সিভিল সার্জনের দফতরে নিয়োগপ্রত্যাশী প্রার্থীরা। সিভিল সার্জনের কার্যালয় ভবনের সামনে গতকাল সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এক কর্মসূচি পালন করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, হাইকোটের নির্দেশ অমান্য করে ছয় বছর ধরে তাদের চূড়ান্ত ফল প্রকাশ বন্ধ রাখা হয়েছে। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদতর মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করতে কোনো প্রকার উদ্যোগ নেয়নি। অথচ ওই ফলের দিকে তাকিয়ে থাকা অনেক প্রার্থীর সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে গেছে। আবার অনেকের বয়স শেষ পর্যায়ে। নওগাঁ সিভিল সার্জন সূত্রে জানা যায়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতরের অধীন দেশের ৯ জেলার (নওগাঁ, ময়মনসিংহ, নোয়াখালী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, নড়াইল, যশোর, সাতক্ষীরা, বরিশাল) সিভিল সার্জনের দফতরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১২ সালে। ২০১৩ সালের ২৬ এপ্রিল লিখিত পরীক্ষা হয়। এর মধ্যে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগ তুলে করা রিট আবেদনের ভিত্তিতে ২০১৪ সালের ১৪ মে হাইকোর্ট মৌখিক পরীক্ষার ফল তিন মাসের জন্য স্থগিত করে। তিন মাস পর একই আদালত ফল প্রকাশের আদেশ দেন।

একই দাবিতে গতকাল থেকে অনির্দিষ্ট কালের অবস্থান ধর্মঘট শুরু করেছেন ময়মনসিংহসহের চাকরিপ্রত্যাশীরা। এ দিন বেলা ১১টায় শুরু হওয়া অবস্থান ধর্মঘটে বক্তারা অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়ে বলেন, সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও নিয়োগ দেওয়া হচ্ছে না। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যওয়ার ঘোষণা দেন তারা।

সর্বশেষ খবর