সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘আইনশৃঙ্খলা সুষ্ঠু থাকলে পাহাড়ে উন্নয়ন সম্ভব’

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে আইনশৃঙ্খলা সুষ্ঠু থাকলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ। তিনি বলেন— আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন একে অন্যের সঙ্গে সম্পৃক্ত। তাই পার্বত্যাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো তৈরি করা গেলে সন্ত্রাসবাদ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো পাহাড়ে বৈষম্য দূর করা। পাহাড়ি-বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক মিলবন্ধন রচনা করা। রাঙামাটি সেনাবাহিনী রিজিয়নের সহায়তায় গতকাল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ। এ সময় রাঙামাটি ডিজিএফআই কমান্ডার কর্নেল শামসুল আলম, রাঙামাটি সেনা জোনের কমান্ডার লে. কর্নেল রেদুওয়ান ইসলাম উপস্থিত ছিলেন। শামসুল আলম বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলগুলোয় এখনো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিরা একসঙ্গে বসবাস করে। দুঃখের বিষয় বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে পাহাড়ি-বাঙালি শিক্ষার্থীরা একসঙ্গে বসে না। যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানে পাহাড়ি-বাঙালি শিক্ষার্থীরা একসঙ্গে বসে না, সেখানে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে। যতদিন সবার মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা না হবে, ততদিন পাহাড়ে কোনো উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না।  বিতর্ক প্রতিয়োগিতায় রাঙামাটির ১৬টি বিদ্যালয়ের ৮০ শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল— ‘অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নই পারে পাহাড় সন্ত্রাসমুক্ত করতে।’ এতে প্রথম স্থান অধিকার করেন রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ ও কর্নেল শামসুল আলম।

সর্বশেষ খবর