শিরোনাম
সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

পোশাক কারখানায় বিক্ষোভ-ভাঙচুর

বকেয়া পরিশোধের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার একটি পোশাক কারখনার শ্রমিকরা রবিবার দুপুরে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও ভাঙচুর করেছে। কারখানার শ্রমিক শহিদুল ইসলাম জানান, ওই কারখানায় স্টাফদের পাঁচ মাসের এবং শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. আমজাদ হোসেন স্টাফ ও শ্রমিকদের বেতন বকেয়া থাকার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। —গাজীপুর প্রতিনিধি

পূজামণ্ডপে অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না সদর ও কামারখন্দ উপজেলার ৮৮টি মণ্ডপে অনুদান দিয়েছেন। শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় মণ্ডপ কর্তৃপক্ষের কাছে এ অনুদান তুলে দেন। এ সময় বিজয়দত্ত অলোকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অ্যাড. বিমল কুমার দাস, হেলাল উদ্দিন, সন্তোষ কুমার কানু, সনজয় সাহা ও সুকান্ত সেন প্রমুখ। —সিরাজগঞ্জ প্রতিদিন

তোরণে উন্নয়ন প্রদর্শন

সুনামগঞ্জ-২ আসনে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করে সরকারের উন্নয়নচিত্র প্রদর্শন করেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু। এ পর্যন্ত দিরাই ও শাল্লা উপজেলার জনবহুল ১৩টি স্থানে ব্যক্তি উদ্যোগে এসব তোরণ নির্মাণ করেছেন তিনি। আগামীতেও প্রত্যন্ত এলাকাগুলোতে উন্নয়ন তোরণ নির্মাণ করবেন। পদ্মা সেতু, মেট্রোরেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দরের মতো সরকারের বড় প্রকল্পগুলোর ছবি এসব তোরণে স্থান পেয়েছে। —সুনামগঞ্জ প্রতিনিধি

সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তারিকুল মোস্তাক রানাকে কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। কটিয়াদী পৌর এলাকায় গতকাল রানার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ তার প্রার্থিতা ঘোষণা করে। লিখিত বক্তব্য পাঠ করেন রিফাত উল্লাহ। এ সময় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। —কিশোরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর