সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ওসির বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম ও এসআই সাধন চন্দ  বসাকের বিরুদ্ধে আদালতে মামলার প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছে কমিউনিটি পুলিশিং সোনারগাঁ শাখা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন গাজী মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা ওসমান গনি, সাইদুল ইসলাম শহিদ, জহিরুল ইসলাম খোকন, ইসমাঈল হোসেন, জাহা্ঙ্গীর হোসেন, দেওয়ান কামাল হোসেন, জাহানারা বেগম ও মুক্তিযোদ্ধা মোস্তফা মিয়া। সংবাদ সম্মেলনে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম ও সেকেন্ড অফিসার এসআই সাধন চন্দ  বসাকের প্রশংসা করে বলা হয়— যুবলীগ নেতা মাছুম চৌধুরী ও মোস্তফা কামালের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। গত ২ অক্টোবর মোস্তফা কামাল তার ক্রয় করা জায়গায় যাতে কেউ দখলে যেতে না পারে সেজন্য  আদালতে কোর্ট পিটিশন দায়ের করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাছুম চৌধুরী ও জাহিদুল ইসলাম স্বপন গত ৮ অক্টোবর রাতে দলবল নিয়ে জায়গাটি দখল করতে গেলে পুলিশ স্বপন ও আনিছুর রহমান আলমগীরসহ তিন জনকে আটক করে। স্বপন দৌড়ে পালাতে গিয়ে সামান্য আঘাতপ্রাপ্ত হন। পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে আসে। পরের দিন উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও কয়েকজন গণ্যমান্য ব্যক্তি বিষয়টি মীমাংসার শর্তে মুচলেকা দিয়ে সুস্থ অবস্থায় থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান। ১১ অক্টোবর স্বপন আদালতে মামলা করেন। বক্তারা বলেন, যুবলীগ নেতা মাসুম চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে।

সর্বশেষ খবর