শিরোনাম
মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কলেজশিক্ষকসহ নিহত ৪

প্রতিদিন ডেস্ক

কলেজশিক্ষকসহ নিহত ৪

রাজশাহী, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক কলেজশিক্ষকসহ চারজন নিহত হয়েছেন। রবিবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— রাজশাহী : মোহনপুরে হিউম্যান হলারের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি কলেজের শিক্ষক নুরুজ্জামান। উপজেলার একজিল তলা এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নুরুজ্জামান মোটরসাইকেলে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী দ্রুতগতির হিউম্যান হলার তাকে চাপা দেয়। চুয়াডাঙ্গা : সদর উপজেলার আলুকদিয়া বাজারে গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত আব্দুল মজিদ আকন্দবাড়িয়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার কালিসীমা-গোকর্ণ সড়কে দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালকের নাম রাকিব মিয়া (১৮)। তিনি গোকর্ণঘাট এলাকার সামছু মিয়ার ছেলে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দিনাজপুর : রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দরে বিআরটিসির চাপায় পুলক চন্দ্র দাস মানিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে চিরিরবন্দরের দেবীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলক চন্দ্র নীলফামারীর সৈয়দপুর উপজেলার বুকুল চন্দ্রের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর