মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

প্রতিবন্ধীদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান

বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

প্রতিদিন ডেস্ক

‘স্বনির্ভর চলায়, সাদাছড়ি নিরাপত্তার প্রতীক’ এ প্রতিপাদ্যে গতকাল সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। এ সময় বক্তারা সব প্রতিবন্ধীর প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

খুলনার প্রতিবন্ধীদের জন্য সরকার দুইটি প্রতিবন্ধী স্কুল নির্মাণের উদ্যোগ নিয়েছেন। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভায় গতকাল এ কথা জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। চুয়াডাঙ্গায় র‌্যালি শেষে আলোচনা সভায় সব প্রতিবন্ধীদের প্রতি আরও যত্নবান হতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। মানিকগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হয় সাদাছড়ি। নেত্রকোনায় র‌্যালি ও আলোাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে ৪০ জন দৃষ্টি প্রতিবন্ধীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া হয়। গাজীপুরে র‌্যালি, আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ৪৩০ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাজনীন প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল উপজেলার পবনকুল এলাকায় অর্ধশতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়েছে।

সর্বশেষ খবর