মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বাধা-আটকের মধ্যে বিক্ষোভ স্বেচ্ছাসেবক দলের

প্রতিদিন ডেস্ক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানের সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। কোথাও কোথাও মিছিলে পুলিশের বাধা ও আটকের অভিযোগ পাওয়া গেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— সিলেট : নগরীর জিন্দাবাজার থেকে মিছিল বের হয়। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা মওদুদকে আটক করে পুলিশ। এদিকে, নগরীর দরগাগেট এলাকায় পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। মিছিলে উপস্থিত ছিলেন ফরহাদ চৌধুরী শামীম, আবদুল আহাদ খান জামাল, আরিফ ইকবাল নেহাল প্রমুখ। বরিশাল : সকালে পুলিশি বেষ্টনীতে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন এবাদুল হক চাঁন। পরে একই স্থানে পুলিশ প্রহরায় বিক্ষোভ সমাবেশ করে মহানগর স্বেচ্ছাসেবক দল। সমাবেশ শেষে মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। লালমনিরহাট : জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে মূল ফটকে আটকে দেয় পুলিশ।  পরে সেখানেই সমাবেশ করেন। বক্তব্য রাখেন মমিনুল হক, আফজাল হোসেন, আবু ইয়াহিয়া ইউনুস, আবু সুফিয়ান।  সুনামগঞ্জ : জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিল নিয়ে কিছুদূর অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে। বক্তৃতা করেন— কলিম উদ্দিন আহমদ মিলন, শামসুজ্জামান, মনাজ্জির হোসেন। তারা বলেন, ‘গ্রেনেড হামলা মামলায় ‘ফরমায়েশি’ রায় দেওয়া হয়েছে। অবিলম্বে এই রায় প্রত্যাহার করতে হবে।’  সিরাজগঞ্জ : মিছিলটি শেষে প্রতিবাদ সমাবেশে আনোয়ার হোসেন রাজেশের সভাপতিত্বে আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, খ.ম রকিবুল হাসান রতন, এসএম আব্দুল আলীম প্রমুখ বক্তৃতা করেন। লক্ষ্মীপুর : শহরের চকবাজার থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অ্যাড. মহসিন কবির স্বপন, হারুনুর রশিদ, তোফাজ্জল হোসেন রতন, আরিফ মাহমুদ কাজলসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নাটোর : শহরের দিঘাপাতিয়া মোড় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন রাসেল আহমেদ রনি। অংশ নেন শহিদুল্লাহ, মিঠু, আব্দুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর