বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

টাঙ্গাইলে ট্রাক উল্টে প্রাণ গেল বাবা মা মেয়ের

প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে প্রাণ গেছে বাবা-মা ও মেয়ের। এছাড়া রংপুর, বরিশাল, নওগাঁ ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও চারজন। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— টাঙ্গাইল : টাঙ্গাইল-ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের শুভুল্যায় গতকাল ভোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা হলেন— জয়পুরহাটের নিরঞ্জয় মালী (৩০), তার স্ত্রী সাগরী মালী (২৫) ও মেয়ে স্বর্ণা মালী (৭)। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে বগুড়াগামী টাইলস বোঝাই একটি ট্রাক মির্জাপুরের শুভুল্যা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা আট যাত্রীর মধ্যে তিনজন মারা যায়। হতাহতরা গার্মেন্ট শ্রমিক ছিলেন।  রংপুর : বাস থেকে নামার পর ওই বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রংপুর নগরীর মডার্ন মোড়ে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকা খাতুন (৩৫) রংপুর সদর উপজেলার মমিনপুরের মনসের আলীর স্ত্রী। ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। বরিশাল : গৌরনদী উপজেলার বেজহার এলাকায় গতকাল সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় মাইনুদ্দিন সরদার (১৬)  নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চালক কলেজছাত্র সৌরভ দাস। নিহত মাইনুদ্দিন উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের মজিবরের ছেলে ও মাহিলাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। নওগাঁ : রাণীনগরে ট্রাক্টরচাপায় অভি হোসেন (১২) নামে এক শিশু নিহত হয়েছে। অভি নওগাঁ সদর উপজেলার চকবুলাকী মোন্নাপাড়ার মোস্তাক হোসেনের ছেলে ও রাণীনগরের সায়েম উদ্দীন মেমোরিয়াল একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র। কুমিল্লা : অটোরিশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন শাহ আলম নামে এক যুবক। তিনি লাকসাম পৌর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

সর্বশেষ খবর