বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

জীবন বাঁচাতে উৎসব

মেধাবী ছাত্র নয়নের জীবন বাঁচাতে  মেহেরপুর  খোলা জায়গায় দেশের সর্ব বৃহৎ মেহেদী উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী সকাল-সন্ধ্যা এই উৎসবের আযোজন করেছে স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন স্বপ্ন। স্বপ্ন’র সভাপতি তুহিন আরণ্য বলেন, দরিদ্র মেধাবী ছাত্র নয়নের দুটো কিডনি অকেজো হয়ে গেছে। তার উন্নত চিকিৎসার জন্য এই উৎসব। —মেহেরপুর প্রতিনিধি

আখাউড়ায় ধর্ষক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গাউস মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের সময় মোবাইল ফোনে ধারণ করা স্কুলছাত্রীর বিবস্ত্র ছবি ইন্টারনেটে ছাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারো ধর্ষণ ও বিয়ের প্রস্তাব এলে এসব ছবি দেখিয়ে বর পক্ষকে না করে দেওয়ারও অভিযোগ উঠেছে ওই ধর্ষকের বিরুদ্ধে। —ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানার শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুর করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কারখানার পরিদর্শন বিভাগের কিউ আই হারুন অর রশিদ জানান, তাদের সেপ্টেম্বর মাসের বেতন ৭ অক্টোবর দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা দেয়নি। —গাজীপুর প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশ্ব ইজতেমা এলাকায় টঙ্গী কামারপাড়া রোডে দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন। গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম জহুরুল ইসলাম গতকাল ঘটনাস্থলে উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন।

—টঙ্গী প্রতিনিধি

চাঁদা না দেওয়ায় পিটিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার চায়না সিরামিক কারখানা এলাকায় দাবি করা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ও কাদের মিয়াকে পিটিয়েছে সন্ত্রাসীরা। রূপগঞ্জ থানা ওসি মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর