বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সারা দেশে মহাঅষ্টমী ও কুমারী পূজা পালিত

প্রতিদিন ডেস্ক

সারা দেশে মহাঅষ্টমী ও কুমারী পূজা পালিত

কুমিল্লায় কুমারীর আসনে ৬ বছরের স্বস্তিকা

সারা দেশে গতকাল শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা মর্যাদায় পালিত হয়েছে। এলাকার সুন্দরী শিশুদের কুমারী সাজিয়ে পূজা করেন ভক্তরা। সবার আশা দেবী মর্ত্যে এসেছেন সবার মঙ্গলের জন্য। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— চট্টগ্রাম : নগরের পাথরঘাটায় রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে এবার কুমারী পূজায় মায়ের আসনে বসানো হয়েছে সাত বছরের শ্রেয়সী বিশ্বাস তাথৈকে। মেয়েকে কুমারী পূজার আসনে বসানোয় নিজেদের পরম সৌভাগ্যবান বলে মনে করছেন মা-বাবা।

রাজশাহী : অষ্টমী পূজা সকালে শুরু হলেও কুমারী পূজা দুপুর পৌনে ১২টায় শুরু হয় নগরীর সাগরপাড়া ঘোড়ামারা ত্রিনয়নী মন্দিরে। নগরীর ৯৮টি মণ্ডপের মধ্যে একটিতে কুমারী পূজা হয়। সিলেট : দুর্গাপূজার মহাঅষ্টমী উদযাপিত হয়েছে। দিনভর অঞ্জলি প্রদান, মহাভোগ এবং সন্ধ্যায়  আরতির মাধ্যমে সম্পন্ন হয় অষ্টমী বিহিত পূজা। খুলনা : তিন বছর ধরে খুলনায় মহাঅষ্টমীতে কুমারী পূজার আয়োজন করা হয় না। কুমারী পূজাকে কেন্দ্র করে নানা আচার-আয়োজনের প্রয়োজন হওয়ায় মন্দির কমিটি এ পূজা অর্চনা বন্ধ রেখেছে। তবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহাঅষ্টমী পালিত হয়। ময়মনসিংহ : মহাঅষ্টমীতে দেবী বন্দনার পাশাপাশি বিপুল আড়ম্বরে ময়মনসিংহে হয়েছে কুমারী পূজা। বরাবরের মতো এবারও কুমারী পূজার আয়োজন করে নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রম। কুমিল্লা : রামকৃষ্ণ মিশন মণ্ডপে কুমারী পূজায় ছয় বছর বয়সের স্বস্তিকা চক্রবর্তীকে কুমারীর আসনে বসানো হয়।

সর্বশেষ খবর