শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সড়কের দৈন্যদশায় জনদুর্ভোগ

কক্সবাজার ও নেত্রকোনা প্রতিনিধি

সড়কের দৈন্যদশায় জনদুর্ভোগ

নেত্রকোনার দুর্গাপুরে সড়কের গর্তে আটকা পড়া ট্রাক

দিন দিন যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। এ সব সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। সামান্য বৃষ্টিতে খানাখন্দে পানি জমে সড়কগুলো হয়ে পড়ে কর্দমাক্ত। তখন যানবাহন এমনকি পথচারিদের চলাচলেও দুর্ভোগের শেষ থাকে না। পৌরসভায় যানজটের প্রধান কারণও এ সব খানাখন্দ। কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধান সড়কের থানা রোডের সামনে থেকে ফায়ার ব্রিগেড মসজিদ, কলাতলীর মেরিন ড্রাইভ সংযোগ সড়ক, সৈকত সংলগ্ন সুগন্ধা সড়ক, হোটেল সি গালের সামনের সড়ক, বৌদ্ধ মন্দির সড়ক, ভিআইপি সড়ক, আলীর জাঁহাল, টেকপাড়ার মতো এলাকার সড়কগুলোর অবস্থা খুবই খারাপ। উপ-সড়কগুলোর অবস্থা আরও বেহাল। জেলা সদরের জইল্যার দোকান এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, শহরের ভিআইপি সড়কটিতে গর্ত থাকার কারণে প্রতিদিন ঘটছে ছোটখাট দুর্ঘটনা। একই এলাকার সুদর্শন জেনারেল স্টোরের এক কর্মচারি জানান, বড় ধরনের দুর্ঘটনা না হলেও গর্তের কারণে যানজট বেড়ে গেছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে যায়। ফলে পথচারীদেরও হাঁটতে সমস্যা হয়। এদিকে নেত্রকোনার পাহাড়ি জনপদ দুর্গাপুর। দুর্গাপুর পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হলেও নগরবাসী জীবনমানে তার কোনো প্রভাব পড়েনি। এলাকাবাসী জানান, পৌর শহরের বেশিরভাগ স্থানজুড়ে রয়েছে স্কুল-কলেজ, হাসপাতাল, মসজিদ-মন্দির, ব্যবসায়প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি স্থাপনা। এ সব প্রতিষ্ঠানে যাতায়াতকারীদের প্রতিদিনই সড়কে ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পৌর এলাকার উকিলপাড়ার বাসিন্দা সমশের আলীসহ কয়েকজন অভিযোগ করেন, বছর বছর ট্যাক্সের পরিমাণ বাড়ছে কিন্ত সে রকম সেবা কই?

সর্বশেষ খবর