বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স অফিস ঘেরাও

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স অফিস ঘেরাও ও অবস্থান ধর্মঘট করেছে দুটি বাঙালি সংগঠন। পার্বত্য চট্টগ্রামে ৮২ হাজার পরিবারকে অবৈধভাবে পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ করে ৩৮ হাজার ১৫৪টি উদ্বাস্তু বাঙালি পরিবারকে পুনর্বাসন দাবিতে গতকাল এ কর্মসূচি পালন করে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ। পরে শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির হাতে একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

ঘেরাও কর্মসূচির আগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অবস্থান ধর্মঘট চলাকালে বক্তৃতা করেন— মাসুম রানা, জাহেদুল ইসলাম, মাইন উদ্দিন প্রমুখ। পরে টাস্কফোর্স চেয়ারম্যানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে। টাস্কফোর্স চেয়ারম্যান ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনের উদ্যেশ্যে বলেন, ‘৮২ হাজার পরিবারকে পুনর্বাসন প্রক্রিয়া শুরুর বিষয়টি ভিত্তিহীন। মূলত টাস্কফোর্সের নবম বৈঠকে একটি খসরা তালিকা করা হয়েছে।’

সর্বশেষ খবর