বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বাল্যবিবাহ থেকে রক্ষা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী তামান্না (১৫)। সে উপজেলার পশ্চিম কালমেঘা গ্রামের মানিকের মেয়ে ও কালমেঘা দাখিল মাদ্রাসার ছাত্রী। জানা যায়, মঙ্গলবার রাতে বরগুনা সদর উপজেলার সোনাতলা গ্রামের ফজলুর রহমানের ছেলে রবিউল বিয়ের জন্য তামান্নাকে পছন্দ করে সোনার চেইন পরিয়ে বিয়ের তারিখ ঠিক করে। খবর  পেয়ে পাথরঘাটা উপজেলা প্রশাসন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের ‘আস্থা’ সদস্যরা মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। এ সময় মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর