বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি নেতার গাড়িবহরে হামলা, আহত ১০

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের গাড়িবহরে হামলা হয়েছে। এ সময় হামলাকারীরা অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। তাদের এলোপাতাড়ি মারধরে বিএনপি-ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

ফজলুল হক মিলন জানান, হিন্দু সম্প্রদায়ের লোকজনের আমন্ত্রণে বুধবার বিকালে নেতা-কর্মী নিয়ে কালীগঞ্জের জামালপুর ইউনিয়নে একটি মণ্ডপ পরিদর্শনে যান তিনি। অপর একটি নিমন্ত্রণে সেখান থেকে বিকালে মোক্তারপুর ইউনিয়নে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের বহরের ওপর হামলা করে। হামলায় ইয়াছিন, সুমন, আবদুল্লাহ, জাকিরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানান। এ ব্যাপারে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির এপিএস মাজেদুল ইসলাম সেলিম জানান, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী হামলা করেনি। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। কালীগঞ্জ থানার ওসি আবুবকর মিয়া জানান, এ ধরনের ঘটনা ঘটেছে বলে তার জানা নেই।

সর্বশেষ খবর