বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘বাল্যবিয়ে নিরোধ আইন অমান্যকারীকে শাস্তি পেতে হবে’

গাজীপুর প্রতিনিধি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ‘জন্মনিবন্ধন নিশ্চিত হলে বাল্যবিবাহ বন্ধ নিশ্চিত হয়ে যাবে। ১৮ বছরের নিচে কোনো মেয়ে বা ছেলে নিজের ইচ্ছায়ও বিয়ে করলেও তাদের জন্য শাস্তির বিধান রয়েছে। বাল্যবিয়ে নিরোধ আইন অমান্যকারী প্রত্যেকেরই শাস্তি পেতে হবে।’ গাজীপুর সদর উপজেলার বলদা প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুমেলা-২০১৮ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তোফাজ্জল হোসাইন, নাসির উদ্দিন, রাহাত হাসনাত প্রমুখ। প্রতিমন্ত্রী বলেন, মেয়েদের বাল্যবিয়ে হলে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। তারা বাচ্চা লালন পালনের পূর্ণ জ্ঞান লাভের আগেই মা হয়ে যায়। প্রথমে ভালোবাসা দেখিয়ে বিয়ে করে নিয়ে যায়। পরে সংসারে সৃষ্টি হয় নানা অশান্তি।

সর্বশেষ খবর