শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পানগুছির ভাঙনে প্রতিদিন বিলীন নতুন এলাকা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

পানগুছির ভাঙনে প্রতিদিন বিলীন নতুন এলাকা

পানগুছি নদীর অব্যাহত ভাঙনে দিনে দিনে বদলে যাচ্ছে উপকূলীয় উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জের মানচিত্র। প্রতিদিনই ভাঙছে নতুন এলাকা। নদীগর্ভে চলে গেছে বসতবাড়িসহ বেশকিছু প্রতিষ্ঠান-রাস্তাঘাট। দেশ স্বাধীনের আগে এই নদীর তীরে বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাব করা হয়েছির। দীর্ঘ ৫০ বছরেও সেই বাঁধ বাস্তবে রূপ নেয়নি। বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী আন্দোলন করেছেন। মন্ত্রী, এমপি ও পাউবোর কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শনও করেছেন বহুবার। বেড়িবাঁধের জন্য এমপি ডিও লেটার দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ভাঙনকবলিত এলাকাবাসী গতকালও মানববন্ধন করেছেন। গাবতলা, কাঠালতলা ও খাউলিয়া গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন। ভাঙন রোধে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানানো হয় মানববন্ধনে। জানা যায়, কয়েক বছর ধরে পানগুছির ভাঙনে ওই তিন গ্রামের কমপক্ষে ৪০০ পরিবার ভিটামাটি হারিয়েছে। গত রবিবার গাবতলা গ্রামের ২৫ একর জমি ধসে গেছে। শুধু উপজেলা সদর থেকে গত ৪০ বছরে নদীতে বিলীন হয়েছে খাদ্যগুদাম, সাবরেজিস্ট্রি অফিস, টেলিফোন অফিস, আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, এসিলাহা উচ্চ বিদ্যালয়ের মূল ভবন, ডাকবাংলো, বারইখালী ইউনিয়ন পরিষদ, পুলিশ কোয়াটার, আনছার ময়দান, বারইখালী প্রাথমিক বিদ্যালয়, পোস্ট অফিস, স্যানিটারি ইন্সপেক্টরের অফিস, কেন্দ্রীয় জামে মসজিদ, থানা জামে মসজিদ, সার্বজনীন হরিসভা মন্দির ও শ্মশানঘাট। ভাঙনের ঝুঁকিতে আছে গাবতলা, কাঁঠালতলা, বারইখালী, ফেরিঘাট, কুমারখালী, সন্ন্যাসী, শ্রেণিখালী, ঘষিয়াখালী, সোনাখালী, ফুলহাতাসহ ২০ গ্রাম।  ২০১৭ সালের জুলাইয়ে স্থানীয় এমপি ডা. মোজাম্মেল হোসেন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। ওই সময় তিনি গাবতলা থেকে পশুরবুনিয়া অভিমুখে আড়াই কিলোমিটার বেড়িবাঁধের জন্য ডিও লেটার দেন। এর পরিপ্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম গত বছর পাউবো মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আজও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ক্ষতিগ্রস্তদের পক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী বলেন, ‘কয়েকশ পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ছিন্নমূলে পরিণত হয়েছে। ৫০ বছর ধরে চলছে শুধু পরিদর্শন আর চিঠি চালাচালি। কাজের কিছু হয়নি।’ এ বিষয়ে জানতে পাউবো বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী রিফাত রাব্বির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর