শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চন্দ্রপাড়া ফাঁড়ির ১০ পুলিশ সদস্য প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের  চন্দ্রপাড়া ফাঁড়ির  ১০ পুলিশ সদস্যকে ওই ফাঁড়ি থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার ওই ফাঁড়ির পাঁচ পুলিশ সদস্য এলাকাবাসীর মারধরের শিকার হন। গতকালই ওই জায়গায় নতুন ১০ পুলিশ সদস্যকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান এ সিদ্ধান্ত নেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে চন্দ্রপাড়া ফাঁড়ির পাঁচ পুলিশ সদস্য ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামে বাড়ি বাড়িতে গিয়ে ইলিশ মাছ তল্লাশি করা শুরু করে। এছাড়া সড়ক দিয়ে যাওয়ার সময় গ্রামের ইলিশ মাছ তল্লাশির নামে লোকদের ব্যাগ চেক করা শুরু করেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ওই পুলিশ সদস্যদের আটক করে মারধর করে। পরে ঢেউখালী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ফারুক বেপারী জনতার হাত থেকে ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে সদরপুর থানার ওসি লুত্ফর রহমানের কাছে তুলে দেন।  চন্দ পাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মো. ইলিয়াস হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুর পুলিশ লাইনস থেকে ১০ সদস্যের নতুন দলটি ফাঁড়িতে এসে পৌঁছে। তিনি বলেন ওই একটি গাড়িতে ফাঁড়ির আগের ১০ সদস্যকে তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর