শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঘর পেয়ে খুশি হতদরিদ্ররা

চাঁঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব (উ.) উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় ৩২৯টি অসহায়-হতদরিদ্র পরিবারকে ঘর প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়। ইতোমধ্যে ৩১৯টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকিগুলোর কাজ চলমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার গত শুক্রবার এ সব ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন। তিনি সেখানে উপস্থিত দরিদ্র পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ঘর নির্মাণ হচ্ছে দেখে খুশি পরিবারগুলো।

উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলায় দরিদ্র পরিবারের জন্য এ প্রকল্পের আওতায় মোট ৪৭০টি ঘর নির্মাণ করা হবে। এরমধ্যে এখলাছপুর ইউনিয়নে ১৪১টি ও ছেঙ্গারচর পৌরসভায় ৩২৯টি। ইউএনও শারমিন আক্তার বলেন, ছেঙ্গারচর ৩২৯টি ঘরের মধ্যে ৩০০টির নির্মাণ সম্পন্ন হয়েছে। ঘরগুলো হতদরিদ্র পরিবারকে বুঝিয়ে দেওয়ার আগেই কেউ কেউ সেখানে উঠে গেছে। বাকি ঘরগুলোর নির্মাণ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত সবাইকে বুঝিয়ে দেওয়া হবে। এখনো কিছু ঘরের ভিটি পাকা ও টয়লেটের নির্মাণ কাজ চলমান। আশা করি এ মাসের মধ্যেই পুরো কাজ শেষ করা যাবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসেন জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২এর আওতায় ‘যার জমি আছে ঘর নেই’ কর্মসূচির উদ্যোগে মতলব উত্তর উপজেলায় ৪৭০টি ঘর নির্মাণ কাজ চলছে। পৌরসভার বেশিরভাগ ঘর নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পৌরসভার ঘনিয়ারপাড়ের নবীর হোসেনের স্ত্রী তামান্না (৩০) বলেন, ‘আমরা ঘর পেয়ে মহাখুশি। বর্তমান সরকার আমাদের ঘর দিয়েছেন। এই ঘরে পরিবার-পরিজন নিয়ে বাস করছি।’

একই এলাকার জাফর ইকবাল জানান, আমার ঘর নাই, সরকার ঘর দিয়েছে। ছেলে-মেয়ে নিয়ে আনন্দে নতুন ঘরে বসবাস করছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর