শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

হিলি সীমান্তে মিলনমেলা

দিনাজপুর প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দুর্গাপূজা। এ পূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্টের চেকপোস্ট গেট এলাকায় ভারত ও বাংলাদেশের দর্শনার্থীদের পদচারণায় মিলনমেলায় পরিণত হয়েছে।

দুই পাশে ভিড় করছেন শত শত মানুষ। এদের কেউ বা পূজা দেখতে, আবার কেউ বা তাদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে এসেছেন। এদিকে দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের পারাপারের সংখ্যাও আগের তুলনায় বেড়েছে।

দুর্গাপূজা শুরুর দিন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত্ম চেকপোস্ট গেটে মানুষের ভিড় লক্ষণীয়। তবে শূন্যরেখার দুই পাশে দাঁড়িয়ে দুই দেশের বাসিন্দারা স্বজনদের দেখে দুঃখটাকে আনন্দে পরিণত করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর