শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নসাশন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন দেওয়ানকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকেরা তাকে কুপিয়ে জখম করেছে। বুধবার রাতে উপজেলার নশাসন ইউনিয়নের সাওরা গ্রামে এ ঘটনা ঘটে।

—শরীয়তপুর প্রতিনিধি

উঠান বৈঠক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী জনসংযোগের অংশ সরকারের উন্নয়ন প্রচারণা ও আগামীদিনের জনপ্রত্যাশা নিয়ে উঠান বৈঠক করেছেন ময়মনসিংহের গৌরীপুর আসনের এমপি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকালে উপজেলার মনাটি উচ্চ বিদ্যালয় মাঠে সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক বিধূ ভূষণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েলসহ প্রমুখ। 

—ময়মনসিংহ প্রতিনিধি

‘বিএনপি ক্ষমতায় গেলে পরিস্থিতি হবে বিভীষিকাময়’

ভোলা-৩ আসনের সংসদ সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন গতকাল নির্বাচনী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বলেন, বিএনপির হাতে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ নন। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হলে নৌকার বিকল্প নেই। শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। তা না হলে কোন কারণে বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এলে ২০০১ সালের মতো  বিভীষিকাময় পরিস্থিতি হবে। —ভোলা প্রতিনিধি

সংবাদ সম্মেলনে

প্রার্থী ঘোষণা

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হয়ে নির্বাচনের ঘোষণা দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। তিনি বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল ডিঙ্গি ফাস্টফুড রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন। লিখিত বক্তব্যে ডা. কামরুল হাসান খান বলেন, আমি হঠাৎ করে রাজনীতিতে আসিনি। শিশুকাল থেকেই ঘাটাইল এবং ঘাটাইলের মানুষের সঙ্গে আমার গভীর সম্পর্ক। মেডিকেল ছাত্র থাকাকালীন চিকিৎসার প্রয়োজনে সে সম্পর্ক আরো গভীর হয়। ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামের সন্তান কামরুল হাসান খান বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদের ছোট ভাই।

—টাঙ্গাইল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর