শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
পাবনায় হামলার প্রতিবাদ

সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালিত

পাবনা প্রতিনিধি

পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বৈশাখী টেলিভিশন ও সংবাদের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান স্বপনের ওপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সহকর্মী সাংবাদিকরা। গতকাল সকালে শহরের আবদুল হামিদ রোডে এ কর্মসূচি পালন করেন তারা। পাবনা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগের সভাপতিত্বে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য দেন। বক্তারা সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের ওপর হামলার পাঁচ দিনেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, শিবজিত নাগ, এ বি এম ফজলুর রহমান, উৎপল মির্জা, আহমেদুল হক রানা, কৃষ্ণ ভৌমিক, শহীদর রহমান, কামাল আহম্মেদ, আক্তারুজ্জামান, সৈকত আফরোজ আসাদ, কাজী বাবলা, সিফাত সনম, শফিউল আলম দোলাল, রিজভী জয়, মুস্তাফিজ, পার্থ হাসান, খালেদ হোসেন পরাগ, পাভেল মৃধা, রনি ইমরান, শফিক কামাল প্রমুখ। প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাব থেকে রিকশাযোগে শহরের কফিল উদ্দিন পাড়ায় বাসায় ফেরার পথে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত তিনজন আরোহী রিকশার গতিরোধ করে তাকে রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মাথা ফেটে যায় এবং দুই হাত ভেঙে যায়।

সর্বশেষ খবর