শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আবদুল্লাহর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ

ঝিনাইদহ প্রতিনিধি

আবদুল্লাহর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ

নরসিংদীতে পুলিশের ‘গার্ডিয়ান নট’ অভিযানে নিহত আবু আবদুল্লাহ আল বাঙালি ওরফে গোলাম মোস্তফা ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। গতকাল সকালে কালিগঞ্জ থানা পুলিশ তার সত্বাবা আবদুল মান্নান ও মা মর্জিনা বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। কালিগঞ্জ থানার ওসি ইউনুছ আলী জানান, আবদুল্লাহর মা ও সত্বাবাকে জিজ্ঞাসাবাদের পর বিকালে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, আবদুল্লাহ বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ২০১২ সালে এসএসসি ও ২০১৪ সালে কালিগঞ্জ মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ থেকে বাণিজ্যে এইচএসসি পাস করে। এরপর যশোর এম এম কলেজে অ্যাকাউনট্যান্সিতে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছিলেন। পড়াশোনার পাশাপাশি সেখানে একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগদানকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। আট-নয় মাস ধরে তিনি আহলে হাদিস মত অনুসরণ শুরু করেন। পাঁচ মাস আগে গাজীপুরের শহিদুল ইসলামের মেয়ে ও মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আকলিমা আক্তার মণিকে বিয়ে করেন। মণি বাবার বাড়িতে থেকেই পড়াশোনা করতেন। আবদুল্লাহ ১ অক্টোবর শ্বশুরালয়ে গিয়ে তিন দিন থাকার পর স্ত্রীকে নিয়ে যশোর চলে আসেন। এর পর থেকে তাদের আর খোঁজ ছিল না। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর ভগীরথপুর এলাকার একটি পাঁচ তলা বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে তারা প্রাণ হারান। আবদুল্লাহ পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি প্রতি মাসে দু-তিনবার বাড়ি আসতেন মায়ের সঙ্গে দেখা করতে। আবদুল্লাহর বয়স যখন দেড় বছর তখন তার বাবা ক্যান্সারে মারা যান। এরপর তার মা মর্জিনা বেগম একই গ্রামের আবদুল মান্নানকে বিয়ে করেন। মা ও সত্বাবার পরিবারেই তিনি বড় হন। পড়াশোনা করেন স্থানীয়দের আর্থিক সহযোগিতায়।

সর্বশেষ খবর