শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক পারাপার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বিভিন্ন সময়ে দুর্ঘটনার কবলে পড়ে এ বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ১০ জন শিক্ষার্থী পঙ্গুত্ববরণ করেছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা নাছরিন জানিয়েছেন। বিদ্যালয়টিতে বর্তমানে চান্দিনা, পাশের বুড়িচং ও দেবিদ্বার উপজেলার প্রায় ১ হাজার ২০০ ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। দেবিদ্বার ও বুড়িচং উপজেলার ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ক্লাস শুরু ও ছুটির পর মহাসড়ক পাড়ি দিয়ে বাড়ি ফিরতে হয়। দুর্ঘটনাপ্রবণ এ স্থানটিতে একটি ফুটওভার ব্রিজ তৈরি করা হলে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা আসবে বলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন।

উল্লেখ্য, বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ বিদ্যালয়ের সামনে মর্মান্তিক দুর্ঘটনায় বড়গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত দুই ছাত্রী নিহত হন। তারা হলেন দেবিদ্বার উপজেলার প্রেমু গ্রামের আবদুল ওহাবের মেয়ে পপি আক্তার (১৮), একই গ্রামের মরিয়ম আক্তার মুনমুন (১৮)।

সর্বশেষ খবর